6) শুক্লা পঞ্চমীর মাঘে মাগো তোমার আগমন, আকাশ পথে হংস রথে তাইতো করো গমন। পাড়ার যত দস্যিরা সব বাগদেবীকে রেখে চাঁদোয়ার তলে , মত্ত সবাই সাজাতে মাকে চারিদিক ভরে পুজোর ফুলে ফলে। শ্বেত শুভ্র বসন পরে সেজেছে মা ফুলের মালায়, রকমারি ফুল গয়না আর পলাশ ফুল হাতের বালায়। অতি অল্প পূজার তিথি তাইতো করে স্নান, সকাল বেলা পুজোর পরে অঞ্জলি প্রদান। তিথির সময় রেরিয়ে না যায় তাইতো তাড়াতাড়ি, ঠাকুর মশাই ছোট্ট ছানার দেন যে হাতেখড়ি। চারিদিকে ধূপধূনা আর টোপা কুলের বাহার, পূজা শেষে কেউ ভুলিনা চরণামৃত আর ভোগের আহার। তুষ্ট হয়ে সবার পূজায় বাগদেবী দেন বর " জ্ঞান - বুদ্ধি, সুর - আলোয় ভরে উঠুক ভুবনঘর "।।
We have dedicated and hardworking people always ready to help.