17)বর্ণের সাথে পরিচয় হয়েছে যার জন্যে, তাঁর মাতৃ ভক্তি তুঙ্গে। শিক্ষায় তাঁর একমাত্র ধ্যান জ্ঞান। সমাজসেবক হিসাবে দেখেছি তাঁর অন্যরূপ। বিধবাবিবাহের সূচনা করেন নিজের পুত্রের সাথে এক বিধবা কন্যার বিবাহ দিয়ে। সমাজের বড় বড় মাথাদের "মাথায়" পা রেখে সমাজকে নতুনভাবে গড়ে তুলেছেন, রক্ষা করেছেন। ওনার কথা কেউ ভুলিনি আমরা। দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ তাঁর প্রয়াণ দিবস। প্রয়াত তিনি শারীরিকভাবে, অদৃশ্য এবং মানসিকভাবে তিনি যে সর্বত্র বিরাজমান।
We have dedicated and hardworking people always ready to help.