কফির কাপে ঠোঁট ছুঁইয়ে শীতের হাওয়ায় স্বাদ বদলের চেষ্টা, অলস বিকেলে আবার বলতে চাই শীতের খামে বরফ মাখানো শেষটা। সাত পাঁচ না ভেবেই পায়ে হাঁটা পথ ফের বেঁকে যায় যদি, সাজিয়ে গুছিয়ে মানিয়ে ইচ্ছে তখন হোক না সারি সারি নদী। আঁকাবাঁকা পথে চলেছি আমি একা পলাশবন পেরিয়ে আমলকি বন ছাড়িয়ে, অচেনা পথে অচিন পাখি সেজে বসন্ত আজ তোমার সাথে পড়বো আমি বেরিয়ে। পাহাড়ি গানে আমার মনের অচেনা যত মুখরা, হাওয়ায় নিজেদের ভাসিয়ে দিয়েছে আমার সব সুখেরা। পুরোনো প্রেম উড়িয়ে দিয়ে নতুন করে ভালোবেসে, মাতাল হবো আমি তোমার সাথে এই বসন্তের রঙ্গিন বাতাসে।।
We have dedicated and hardworking people always ready to help.