কালবৈশাখীর ঝড়ো হাওয়া আর বৃষ্টির আওয়াজ পেয়ে জানলার দিকে তাকাতেই বাইরের ঠান্ডা হাওয়া আর সোঁদা গন্ধের স্বস্তিটা উপলব্ধি করলাম। ছোটবেলায় বৃষ্টিতে ভিজব বলে এক ছুটে ছাদে চলে যেতাম, গান গাইতাম, নাচতাম। এই পাগলামিটা এখনও হয় মাঝে মধ্যে, এক অদ্ভুত মাদকতা আছে প্রথম বৃষ্টির ফোঁটায়। হঠাৎ ভেজা হাওয়ায় ঠান্ডা লাগতেই সম্বিত ফিরল। কালবৈশাখী উড়ে চলে গেছে অন্য কোথাও, যাহ্ আজ আমার আর বৃষ্টিতে ভিজতে ভিজতে গান গেয়ে নাচ করা হলোনা, আবার অপেক্ষা করতে হবে নতুন কিছুর জন্য। অপেক্ষা তো এখন করতেই হবে। এখন গোটা শহর, গোটা দেশ, গোটা পৃথিবীটাই তো অপেক্ষার চাদরে মোড়া। এই তছনছের ঝড় থামার অপেক্ষা। ধ্বংসের মুখ থেকে বাঁচার অপেক্ষা। সুস্থ স্বাভাবিক দিনে ফেরার অপেক্ষা। সবুজে ঢাকা পৃথিবীর অপেক্ষা। কালবৈশাখীর পর যেমন চারিদিক শান্ত হয়ে যায় ঠিক তেমন একটা শান্ত পৃথিবীর অপেক্ষায় আমরা সবাই। হয়তো কোনো বিকেলে বৃষ্টির গান গেয়ে নাচ করবো আবার ।।
We have dedicated and hardworking people always ready to help.