আজ এই দিনে আমার ভারত, হয়েছিল স্বাধীন; কত মানুষ আশা আকাঙ্খা স্বরূপ, দিয়েছিল বলিদান। স্বাধীন দেশের নাগরিক আজ, স্বাধীন আমার চিন্তা, স্বাধীন মূল্যবোধ; আমাকেই করে যেতে হবে, দেশ মায়ের ঋণ শোধ। কত শহীদের রক্তে ভেসে গেছে দেশের মাটি, এসেছে পরাধীনদের চরম মুক্তি; আত্ম বলিদান ভোলার নয়, মনে প্রাণে যা মানি, স্বাধীন দেশে স্বাদ পেয়েছি, জ্যোতি-শান্তি-প্রগতির।।
We have dedicated and hardworking people always ready to help.