জীবনটা সাদা কাগজের মতো, তাতে না হয় তুমি দিলে রামধনু রং ভরে... যখন দেখবে চোখের কোলে জল, আড়াল কোরো লুকোনো হাসির খামে। অজানা ভয় ঘিরে আসবে যখন শক্ত করে ধরবো তোমার হাত। অবাধ্যতা বাঁধ ভাঙলে কিন্তু শান্ত হবে তোমার বকুনিতে। পথ চলতে হোঁচট খেলে জানি... পাশে পাবো সেই সঙ্গী কে।
We have dedicated and hardworking people always ready to help.