উড়ছে সময়, মেঘ সরে যাচ্ছে চোরা বালির মতো... বাতাসের হিমেল হাওয়া আলতো করে ছুঁয়ে যায়- ঠিক যেন তোর স্পর্শ। চোখ বন্ধ করে নি, জানিনা কেন? অধরা কে ধরতে চাই বার বার। যদি বলি সেই বাতাসে মিশে আছে তোর গায়ের গন্ধ, মিশে আছে ঘোর কালো রাতের অজানা তোর বেসুরো গানের শব্দ। আবার যদি বলি মিশে আছে এক টুকরো আদর, যদি বলি মিশে আছে তোর মন কারা, পাগল করা হাসি। সত্যিই বলছি বিশ্বাস কর মিশে আছে- তোকে পেয়েও না পাওয়ার যন্ত্রণা। কেন বলতো? অধরা কে ধরতে চাই বার বার...
We have dedicated and hardworking people always ready to help.